আমি আমার তারকা খুঁজে পেয়েছি, বললেন মুনজেরিন

আরো পড়ুন

বিয়ের ছবি প্রকাশ করলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। শুক্রবার বিকেলে দুজন পৃথকভাবে একই ছবি পোস্ট করেন। মুনজেরিন ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, আমি আমার তারকা খুঁজে পেয়েছি। সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে দুজনের আকদ সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে কালের কণ্ঠকে আয়মান সাদিকের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানীর সেনাকুঞ্জে আগামী ২৩ সেপ্টেম্বর।

এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার তারিখ বলা হয়েছিল।

পরে সে কার্ডের সত্যতা পাওয়া যায়।
মূলত দুজনই ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমের মাধ্যমেই নিজেদের শিক্ষাপদ্ধতি সর্বত্র ছড়িয়ে দেন। ধারণা করা হচ্ছে, একত্রে কাজ করতে গিয়েই দুজনের কাছে আসার গল্পটা তৈরি হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ