আবারো বেনাপোল থেকে তাজা ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের পাশের ইউনুস মার্কেটের একটি মুদি দোকানের পেছনের ড্রেন পরিত্যক্ত অবস্থা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হননি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুস মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মার্কেটের একটি মুদি দোকানের পেছনের ড্রেন থেকে ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো বালতির মধ্যে পানিতে ভিজিয়ে থানায় রাখা হয়েছে। কে বা কারা এ ককটেল রেখেছেন তা বের করার চেষ্টা চলছে।
এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল হোসেন নামে এক বন্দর শ্রমিকের বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় যশোর র্যাব-৬ বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলার পলাতক আসামি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বন্দরের শ্রমিক বাদল হোসেনকে (৪৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পোর্ট থানা পুলিশ।