আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, এক ঘণ্টায় ৯৫ লাখ টাকার বিক্রি

আরো পড়ুন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।

আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টায় ১৯০ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

ফরমগুলোর দাম ৫০ হাজার টাকা করে হলেও, আওয়ামী লীগের নিয়ম অনুযায়ী প্রতিটি আসনের জন্য প্রার্থীকে ৫০ হাজার টাকার পাশাপাশি ৫০ হাজার টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এ হিসাবে ১৯০টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ ৯৫ লাখ টাকা আয় করেছে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তিনি মনোনয়ন বিক্রির বুথগুলো পরিদর্শন করেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা ছেড়ে গেলে সব প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ।

এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, মনোনয়ন ফরম বিক্রি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে যেকোনো প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ