আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিতে উৎসাহ, ২৫ কোটি টাকা আয়ের সম্ভাবনা

আরো পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।

বাহাউদ্দিন নাছিম বলেন, মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ২৫ কোটি টাকা।

তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রির ক্ষেত্রে দলের তিনটি ক্রাইটেরিয়া লক্ষ্য রেখে ফরম বিতরণ করা হচ্ছে। সেগুলো হলো জনপ্রিয়তা, সততা ও যোগ্যতা।

তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উৎসাহ বাড়ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ