ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত তাকে অফিসিয়ালি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে কেনো তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে ১৫ দিনের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।
রিয়াজের বিরুদ্ধে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের (নারী শিক্ষা মন্দির) শিক্ষক-শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। এরপর তিনি ওই প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
এদিকে গত ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর সূত্রাপুর থানাধীন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বর্তমান সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন পদত্যাগ করায় অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) মনোনয়ন দেয়া হলো।