আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ৪৬০ টহল দল

আরো পড়ুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে র‍্যাবের টহল দল জোরদার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতেই ১৬০টিসহ সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিএনপি-জামায়াতের ডাকা ফের ৪৮ ঘণ্টা অবরোধে সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের টহল টিম জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সারা দেশে র‍্যাবের ৪৬০টি টহল দল কাজ করছে।”

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, “অবরোধের ফলে যেকোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍্যাব সর্বাত্মক প্রস্তুত রয়েছে। আমরা সর্বদা জনগণের পাশে আছি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।”

গত ২৮ অক্টোবর বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে দেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়। এতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ আহত হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ