যশোরের অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিক মানিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা।
শনিবার (৪ নভেম্বর) উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মশরহাটি গ্রামের ঘটনাটি ঘটেছে।
মেয়েটি অনশন শুরু করে এখনো পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, এ গ্রামের শহীদের ছেলে মানিক (১৯) এবং উপজেলার মশরহাটি এলাকায় বসবাস করে ওই মেয়ে। মেয়ের খালাতো ভাইয়ের মাধ্যমে মানিকের সাথে পরিচয় ঘটে। সেই সুবাদেই মানিকের সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমিকা জানান, মানিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে তিনি প্রেমিকের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক তিনি ছেলের বাড়িতে গিয়ে অনশন করছেন।
প্রেমিক মানিক বলেন, আমার পরিবার ও তার পরিবার আমাদের বিয়ে দিচ্ছে না আমি ওই মেয়েকে ভালোবাসি। আমার থেকে মেয়ের বয়স কম থাকায়। তারা বিয়ে দিতে রাজি না।
কিশোরীর মা বলেন, পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাবো।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনাটি জানার পর উপ-পরিদর্শক (এসআই) আকরামকে ওই স্থানে পাঠানো হয়েছে।