বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে ঝিনাইদহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার রাতে ঝিনাইদহের পায়রাচত্তরসহ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায় বিজিবি সদস্যদের। এ ছাড়াও পুলিশকেও টহল দিতে দেখা যায় বিভিন্ন এলাকায়!
গত শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও জ্বালাও পোড়াও ঠেকাতে পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছিল বিজিবি।
মঙ্গলবার থেকে বিএনপিসহ সমমনা দলগুলো টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। ওই কর্মসূচি শুরুর আগে ফের দেশজুড়ে বিজিবি মোতায়েনের তথ্য জানা গেল।